ঝরাপাতাপর্ব - ৩৯মিলির চোখের সামনে একটা একটা করে দৃশ্য ফুটে উঠছে। যা যা ঘটেছিল, যা ঘটবে বলে ওরা সবাই ভয় পেয়েছিল, যা কিছু নিয়ে কেউ না কেউ আলোচনা শুরু করত। সেগুলো শুনে শুনে ও প্রথমেই কথা বলা বন্ধ করেছিল। বিয়ের কথা হতেই মনে হয়েছিল, রনিদার সঙ্গে কথা বলা দরকার। নিজের বিয়ের কথাই ভাবেনি তখনও পর্যন্ত, পড়াশোনা আর নাচ নিয়েই মেতে ছিল। রনিদার কাছে ক্ষমা চাইবে ভেবেছিল দিদির কাজের জন্য। দুই বাড়ির সম্মান বাঁচাতে যদি বিয়েই করতে হয়, ওকে পড়াশোনা করতে একটু সুযোগ দেওয়ার অনুরোধ করবে ভেবেছিল। বিয়ে, রনিদার বাড়ি, সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে ওকে একটু সময় দেওয়ার অনুরোধ করবে ভেবেছিল।