শ্রাবণ দিনের কাব্য

  • 13.9k
  • 2.8k

মানুষ যখন অপর কোন সৌন্দর্যকে ভালবাসে মূলতঃ তখন থেকেই নিজের প্রতি তার ভালবাসা গভীর হতে থাকে। অতঃপর একদিন সেই সৌন্দর্যে মৃত্যু হলে নিজের স্বকীয়তার প্রতি অনীহা এসে যায়। বেচে থাকা নিরর্থক মনে হয় তার কাছে। একদা যে মানুষ জীবনকে অমৃতসম মনে করত অথচ আজ সময়ের ব্যবধানে সেই জীবনের সাধ হয়ে উঠে অমৃতের বিপরীত গরল সমান। কবি শফিকুল ইসলামের শ্রাবণ দিনের কাব্য গ্রন্থের উৎসর্গের মাঝেই জীবনের বাস্তব সত্যি কথাটি তিনি বলেছেন। যাকে ভালবেসে একদিন এই জীবনকে বড় বেশী ভালবেসেছিলাম- যাকে হারিয়ে আজ এই জীবনের চেয়ে মৃত্যুই বেশী সুমধুর বলে মনে হয়- যার বিচ্ছেদ-যাতনায় তিক্ত গরল ও আজ অমৃতের অধিক অমৃতময় বলে মনে হয়। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। চমৎকার প্রচ্ছদ একেছেন শিবু কুমার শীল। বইটিতে মোট ৫১টি কবিতা স্থান পেয়েছে। প্রতিটি কবিতার অবয়ব নির্মাণে তিনি কথিত দুর্বোধ্য শব্দাবলী ব্যবহার করেননি কিংবা বিমূর্ত ভাষা দিয়ে ধাধা সৃষ্টি করেননি পাঠকদের জন্য। সহজ সরল উপমা আর চমৎকার শব্দের গাথুনি রয়েছে প্রতিটি কবিতায়। [প্রাপ্তিস্থান– আগামী প্রকাশনী, ৩৬ বাংলাবাজার, ঢাকা–১১০০। ফোন– ৯৫৯১১৮৫, ৭১১০০২১। মোবাইল– ০১৮১৯২১৯০২৪] এছাড়া www.rokomari.com থেকে অনলাইনে সরাসরি বইটি সংগ্রহ করা যাবে।