একটি আকাশ ও অনেক বৃষ্টি

  • 13.5k
  • 2.7k

বর্তমান প্রজন্মের আলোচিত কবি শফিকুল ইসলাম। তাঁর কবিতা মনে এক অপূর্ব দোলা দেয়। মানব মনের সর্বোৎকৃষ্ট পরিচর্যার ফসল সাহিত্য। তাই সাহিত্যকে বলা হয়ে থাকে জীবন দর্পণ। মানব জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা এক কথায় সকল রূপের শিল্পসম্মত বিকাশ ঘটে সাহিত্যে। এ প্রজন্মের আলোচিত কবি শফিকুল ইসলামের একটি আকাশ ও অনেক বৃষ্টি কাব্যগ্রন্থটি কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। গ্রন্থটিতে মোট ৬৪(চৌষট্টি)টি কবিতা স্থান পেয়েছে । বইটি প্রকাশিত হয়েছে একুশে বই মেলা ২০০৪ ইং এ । আমীর প্রকাশন, ঢাকা থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ একেছেন ঐশ্বর্য । একটি আকাশ ও অনেক বৃষ্টি কাব্য গ্রন্থের সবগুলো কবিতাই স্বমহিমায় উদ্ভাসিত । কবি তার প্রিয়াকে সকল কবিতার মাঝে বড় করে দেখেছেন। প্রিয়ার দেয়া কাটার আঘাতকে তিনি ফুলের আঘাত ভেবে গ্রহণ করেছেন। এ এক ঐশ্বরিক প্রেমে কবি নিমগ্ন থেকেছেন। এ গ্রন্থের চৌষট্টিটি কবিতার সব কবিতাই পাঠক প্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস। প্রেমে-দ্রোহে-অভিমানে সকল কবিতার নির্মাণ হয়ে উঠেছে সৌন্দর্যমন্ডিত। [প্রকাশকঃ আমীর প্রকাশন, ৩১ ৩২ বাংলাবাজার, পুস্তক ভবন, ঢাকা ১১০০ ফোন - ৭১৭৫১৫১, মোবাইল ০১৭২০৬০৮২৫। প্রাপ্তিস্থানঃ বুক মার্ট, ১৮৫ গভঃ মার্কেট, ঢাকা -১২০৫] এছাড়া www.rokomari.com থেকে অনলাইনে সরাসরি বইটি সংগ্রহ করা যাবে।