রবিনসনের বাংলো

  • 15.7k
  • 3
  • 3.8k

চলমান এই পৃথিবীতে প্রতিনিয়ত আমরা যা কিছু মনের মধ্যে সংরক্ষণ করি, পরে যখন সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি, তখন অনেক সময় দেখার দৃষ্টিভঙ্গিটাই পাল্টিয়ে যায়। আর তাতেই ঘটনার দৃশ্যরূপও বদলে যায়। কোন্ দৃষ্টিভঙ্গিটি সঠিক, তা তখন গুরুত্বহীন হয়ে পরে। কিন্তু ঘটনাটা বাস্তব জীবনের সাথে মিশে যায়। এইরকম একটি ঘটনাই রবিনসনের বাংলো য় ঘটেছিল। গল্পটিকে দেখতে পারেন i) একটি ছোটদের গল্প হিসাবে। ii) একটি ভুতের গল্প হিসাবে। iii) একটি গোয়েন্দা গল্প হিসাবে। iv) একটি ছোটগল্প হিসাবে। আশা করি গল্পটি ভালো লাগবে।