জন্মভূমি

  • 15.7k
  • 2
  • 2.9k

ভূমি ভেদিয়া আকাশ পানে ‌,উঠিলে যখন তুমি।. সূর্য্য তোমায় কিরন দিল,বৃক্ষ হলে তুমি।. ‌‌‌‌. তোমার শাখায় ফুল ফল, পত্র ছায়ায় বাঁচাইছ ‌‌‌জীবের প্রাণ।. ‌‌‌ ‌ ‌‌‌‌‌‌ মূল হইতে ধরিয়াছ জরায়ে উপনিবেশ খানি।. যার আশ্রয়ে আমরা সকলে বেঁচে আছি।. সে যে আমাদের মা,জন্ম ভূমি​।।. ‌. ‌‌‌‌.