বিশাল - কান্ড

  • 14.9k
  • 2
  • 3.9k

সমীর সিন্ হা কর্মসূত্রে সরকারের বিভিন্ন দপ্তরের আমার ওঠা-বসা সেই সুত্রে না জানি কত সহস্র মানুষজনের সঙ্গে মেলামেশা ও পরিচয় তার হিসেব কোনো দিন করিনি করলে বোধহয় 'ফোনবুক' ভরে যাবে। সপ্তাহে মাঝে-মধ্যে আমাকে 'স্বাস্থ্য' দফতরে যেতেই হয় ওখানে অনেক দোকানের মাঝে একটি 'চা -এর' দোকানে এই দপ্তরের 'রথী- মহারথীরা' 'চা'-এর চুসকী নিতে প্রতিদিন পালা করে আসতেই থাকে কারনটা খুব স্বাভাবিক বাবুদের সরকারি 'চা' মুখে রোচে না তাই নিদিষ্ট সময়মত বাহিরে বেরিয়ে 'চা' এর চুসকী নেওয়া বড়ই জরুরি হয়ে যায় আর কি ! 'উপর-নিচে' ওঠা নামা আর অফিসকালীন বাহিরে বেরিয়ে শারীরিক কল-কজ্বার যে যত্ন নেওয়া যায় এ এক অনন্য নজির, আর