নন্দিনীর গল্প (A Women Focused Story)

  • 12.6k
  • 2.2k

জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহ। প্রচন্ড দাবদাহে সবার আই ঢাই অবস্থা। পাখার নিচ থেকে সরলেই ঘামে একেবারে চান করে যেতে হচ্ছে। এইরকম সময়ে আকাশে কালো মেঘ দেখলে কার না ভালো লাগে! কিন্তু সকাল থেকেই এই মেঘ, গুমোট ভাবটাকে আরো বাড়িয়ে তুলেছে। দুপুরের দিক থেকেই ওয়েদার পাল্টাতে থাকে। শুধু গুড় গুড় শব্দ করে মেঘ দেখে চলেছে। একবার টিপ টিপ করে কয়েক ফোঁটা পড়ে, মাটির উপর জলছড়া দিয়ে গেল যেন। কিন্তু এতে গরম ভাবটাই পুরোপুরি কাটিয়ে দিয়েছে। এখন বৃষ্টি না হলেও আকাশ কিন্তু পরিষ্কার হয় নি, এখনই হয়তো আসতে পারে। দুপুরের খাওয়া শেষ করে, নন্দিনী সবকিছু গুছিয়ে নেয়। একমাত্র ভাই নকুলের দুদিন ধরে জ্বর! আজকে