সকালে বাজারের ব্যাগটা হাতে নিয়ে সবে বেড়িয়েছি। হঠাৎ পিছন থেকে ডাক শুনে ফিরে তাকাই। আরে, একে তো চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না তো! দিন দিন আমার স্মরণ শক্তি কমে যাচ্ছে যেন। এমন সময়ে জয়ন্তই মনে করিয়ে দেয়। অন্তত কুড়ি বছর পরে দেখা। স্কুলে একসাথে পড়তাম। মাধ্যমিকে ফেল করার পরই হঠাৎ উধাও হয়ে যায়। হ্যাঁ, এতদিন বাইরেই ছিল। বছরে একবার করে কয়েকদিনের জন্য বাড়ি আসত, আবার বাইরে। আসলে মাধ্যমিকে ব্যাক পাওয়াটা জয়ন্ত ঠিক মেনে নিতে পারে নি। তাই পড়াশোনার পাঠ চুকিয়ে হাতের কাজ শিখে কিছু উপায়ের আশায় বাইরে যাওয়া। এতদিনে সেসব ইতিহাস হয়ে গেছে। আজকে জয়ন্ত একটা কোম্পানির