এই কথা কি বলা যায় ?

  • 90.6k
  • 2
  • 28.1k

আমি সবে সবে ট্রান্সফার হয়ে এসেছি, ঝাড়খণ্ডের এই রাজধানী শহরে । আমি একটা মোটামুটি ভালো মার্কেটিং কোম্পানির ম্যানেজার । এই প্রথম কলকাতার বাইরে পোস্টিং, ম্যানেজার হয়েছি কিনা। আমি ব্যাচেলর , ৩৫ বছর বয়স। না, বিয়ে হয়নি । কেন ? সে আর বলবেন না। বাবা, মা, মেয়ে দেখে দেখে হাল ছেড়ে দিয়েছে । আমারই মেয়ে পছন্দ হয়নি। কেনো ? কি বলি বলুন তো ? এই না বলতে পারার জন্যেই তো পছন্দ মতো মেয়ে পাচ্ছিনা। ঠিক আছে, আগে এই গল্প টল্প বলে আপনাদের সঙ্গে একটু ফ্রি হয়ে নি, তারপর দেখি বলতে পারি কিনা ...