নয়ন যে ধন্য লেখক নরেন্দ্র মোদী (3) _______________________________________ অনুবাদ মল্লিকা মুখার্জী _______________________________________ 27 গীত-বসন্ত অন্তে আরম্ভ, আরম্ভে অন্ত, হেমন্তের হৃদয়ে গাইছে বসন্ত! বয়স ষোল, কোথাও কোকিলের কুহু, কার প্রেমে আজ দুলছে পলাশ? মনে হয় সামান্য, অভ্যন্তরে উন্নত, হেমন্তের হৃদয়ে গাইছে বসন্ত! কার বিবাহ আজ এই অরন্যে? প্রতিটি বৃক্ষে যে প্রজ্জ্বলতা! আশীর্বাদ করিতে আসছে সাধুসন্ত, হেমন্তের হৃদয়ে গাইছে বসন্ত! 28 তোমায় অর্পণ জলকে তুমি শৈল বলতে পারো বা শৈলকে জল। বলতে পারো মেঘকে আকাশের খাঁজ বা পদ্যকে বাবলা। এতে কারুর কোনও ক্ষতি নেই তুমি গুজবকে যদি বলো সত্য বা দিনকে বলো রাত। শরদ বলো বসন্তকে বা সাগরকে মরুভূমি। আবার জীবনকে যদি