নয়ন যে ধন্য - 5 - Last Part

  • 8.3k
  • 2.8k

নয়ন যে ধন্য লেখক নরেন্দ্র মোদী (5) _______________________________________ অনুবাদ মল্লিকা মুখার্জী _______________________________________ লক্ষ্যসন্ধানে লক্ষ্যসন্ধানে নিজেরে ভুলে দৌড়িয়ে, লাফিয়ে, কখনো টলে, রক্ত দাগী পথে চলি আমি! আবার বিশুদ্ধ লাল পদচিহ্ন দেখে অশ্রুভরা নয়নে হাসি আমি! পূর্বপুরুষদের রুধির-শয্যা হতে প্রতিবিম্বিত রবিকিরণের দীপ্তি আমার মৃদুহাস্যকে নিষ্প্রভ করে দেয়, তখন আমার ‘আমি’ বিলীন হয়ে যায়। লক্ষ্য নিকট মনে হয়, দ্রুতবেগে চলি আমি। বন্দে মাতরম্ বন্দে মাতরম্ শুধু গান নয়, আমাদের উদঘোষনা, নিরাপত্তা, ঐশ্বর্য। স্বাধীনতার মহাযজ্ঞের নৈবেদ্য। স্বদেশপ্রেমের স্বরমাধুর্য। উন্নয়নের অবিরত স্পন্দন, আমাদের সহজ পরিচয়। ১৮৫৭ সালের জ্যোতি:পুঞ্জ, সত্যের জন্যে রক্তের অভিষেক অবিরত..... বন্দে মাতরম্ শুধু শব্দ নয়, আমাদের মন্ত্র। স্বাধীনতার তেজোময় স্পন্দন! প্রগতির রাজপথ,