দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 3

  • 16.9k
  • 7.8k

অফিসের সমস্ত কাজ শেষ করে যখন অতিশ হাজরা অফিস টাকে বন্ধ করার জন্য কী-ডেস্ক থেকে চাবিটা আনতে গেল তখন সেখানকার টেবিলে রাখা একটা সাদা খামে মোড়া চিঠি দেখতে পেলো | অতিশ হাজরা চিঠিটা হাতে নিয়ে দেখলো | খামের উপরে অতিশ হাজরা নাম লেখা আছে | অতিশ হাজরা মনে মনে বললো , আমার জন্য চিঠি ! ....... কে পাঠিয়েছে ? চিঠিটার প্রথম ভাজ খুলতেই তাতে বড় বড় অক্ষরে লেখা আছে সাবধান .......... চিঠিটা পড়বেন না | অতিশ হাজরা প্রথমে মনে করলো হয়তো তাকে কেউ ভয় পাওয়ানোর চেষ্টা করছে | অতিশ হাজরা সাবধানতা বাণী উপেক্ষা করে চিঠিটা দ্বিতীয় ভাজটা খুলে ফেলল |