দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 4

  • 15.9k
  • 6.9k

বিশ্রাম নিতে নিতে কখন যে অভিরুপের চোখে ঘুম এসে গিয়েছিল অভিরূপের মনে নেই | প্রায় রাত ন টার সময় অভিরূপের যখন ঘুম ভাঙলো | অভিরূপ বাইরের আকাশের দিকে তাকালো আকাশে বেশ কালো মেঘ জমাট বেঁধেছে | মনে হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি হবে | অভিরূপ ঘরের সমস্ত জানলা বন্ধ দিল | রাত্রিরের খাবার খেয়ে অভিরূপ ল্যাপটপ চালিয়ে লেখালেখি শুরু করল | লিখতে লিখতে প্রায় অনেকটাই রাত হয়ে গেল | বাইরে তখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে | লেখার কিছুটা অংশ স্যাম্পল হিসাবে অতিশ হাজরা কে ইমেইল করে পাঠিয়ে দিল | তারপর ল্যাপটপ বন্ধ করে অভিরূপ শুয়ে পড়ল | পরের দিন সকালবেলায় নিউজ