তাসভুর

  • 4.3k
  • 1.7k

tasvur এ আসা আবার যাবেন না আপনাকে অনেক আরাম দিয়ে পোড়া না জি তুমি যদি আমার মন থেকে চাও তাহলে l ভালোবাসা দেখাবো , যা সঠিক তা শুনুন মন অগণিত কণ্ঠস্বর বহন করবে জীবন যাপনের জন্য সবকিছু ইচ্ছা ছাড়াই মন ভেঙে পড়ে সর্বদা হাস্যজ্জল ইচ্ছা অবাঞ্ছিত, মন ll অন্তরকে প্রতারিত করে সময়ের স্রোতে মন বয়ে যায় সর্বদা সর্বদা তার কথা শুনুন মন সত্যি কথা বলবে রেজা রেজা পায় এখনও নীরব থাকে মুসল সুখের সন্ধানে সখীর মন ঘুরে বেড়ায় 15-7-2022 , চোখের মুক্তো জ্বলে স্বপ্নে রাতের মুক্তো তারার সাথে জ্বলজ্বল করে মিলনের আকুলতা যখন বাড়ে, তখন বারোটা স্মৃতির মুক্তো জ্বলে চোখে