পিছুটান

  • 27.2k
  • 8.7k

আমি শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা সেন। বয়স 24, আদিবাসা মেদিনীপুর,এখন অবশ্য চাকরি সূত্রে জলপাইগুড়িতে। একটা এককামরার ফ্ল্যাট এ থাকি। চাকরি বলতে একটা বেসরকারি ফার্ম এ সামান্য কেরানির চাকরি...... আরে উঠে পড়লেন যে !কি ভাবছেন ? আমি এখানে সেই স্কুল এ লেখা myself paragraph লিখতে বসেছি? না, না একটু ধৈর্য ধরে শুনুন না।                                                  5 বছর আগে বাবার যখন একটা accident এ গুরুতর চোট পেয়ে ডানদিক অবশ হয়ে যায়, আর পোস্ট অফিস এর কেরানির চাকরি টা চলে যায়, তখন থেকে