আজু সখী

  • 7.6k
  • 2.5k

ভোরের নরম রোদ টা মুখে পড়তেই, ঘুম টা ভেঙে গেল আকাঙ্খার। অন্যদিন হলে স্কুল যাওয়ার তাড়ায় ও ঠিক উঠে পড়তো, কিন্তু আজকে ওর উঠে যেতে ইচ্ছে করলো না। কারণ মাথা রাখার জায়গা টা ওর বড় প্রিয়। আস্তে আস্তে মুখটা তুলে দেখলো শশাঙ্ক এখনো ঘুমোচ্ছে। ওর বাম হাত টা আলতো করে জড়িয়ে রেখেছে আকাঙ্খার কোমর। ভোরের আলোতে শশাঙ্কের মুখটা ভ্যান গগের আঁকা পোট্রেট এর মত লাগছে। আকাঙ্খা ওর মুখের দিকে কিছুক্ষন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। আস্তে আস্তে ওর ঠোঁটে ঈষৎ হাসি খেলে গেল। মুখটা এগিয়ে নিয়ে গিয়ে শশাঙ্ক র কপালে এঁকে দিলো একটি চুম্বন। তারপর আস্তে আস্তে হাত টা সরিয়ে উঠতে