লাস্ট ট্রেন

(22)
  • 82.7k
  • 4
  • 32.3k

বিমল স্টেশনে পৌঁছে যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো তখন ঘড়িতে রাত ন’ টা পনেরো বাজে । টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞাসা করল , আচ্ছা , দিল্লী যাবার ট্রেনটা কি চলে গেছে ? লোকটা বলল , হ্যাঁ , এই মিনিট পাঁচেক আগে গেছে । বিমল একটু নিচু স্বরে জবাব দিলো , চলে গেছে … । তা দিল্লী যাবার আর অন্য কোন ট্রেন নেই ? লোকটা একটু চুপ করে থেকে জবাব দিল , হ্যাঁ… একটা লাস্ট ট্রেন আছে রাত সাড়ে দশটা নাগাদ । আপনার যদি কোন অসুবিধা না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন । তবে সাবধান অনেক