সমান্তরাল মহাবিশ্বের মায়াজাল

  • 7k
  • 2
  • 2.1k

প্রথম মহাবিশ্ব ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::দীপ ও অঙ্কিতার নতুন বিয়ে হয়েছে। দুজনই দুজনকে দীর্ঘ ৫ বছর ধরে ভালোবাসতো অবশেষে তাদের বিয়ে হয়েছে। তবে দুজনেরই এটা প্রথম বা দ্বিতীয় ভালোবাসা নয়। দীপের এটা তিন নম্বর ও অঙ্কিতার এটা চার নম্বর ভালোবাসা। তাদের এর আগে সম্পর্ক এতদিন গড়ায়নি, বিভিন্ন কারণে সম্পর্ক ভেঙ্গে গেছে। দীপের সম্পর্ক কখনও ভেঙেছে দীপের বেকারত্ব, খামখেয়ালী পনার জন্য কখনও আবার তৃতীয় ব্যক্তির জন্য উল্টো দিকে অঙ্কিতার সম্পর্ক ভেঙেছে ছেলে গুলোর হয় মানসিকতা ঠিক নয়, আবার কখনও তারা বেশি অঙ্কিতার নিজো জীবনে ঢুকছিল এই সব কারনে । দীপ ও অঙ্কিতার সোশ্যাল সাইট এ বন্ধুত্ব হয় তার পর ভালবাসা হয় এবং দুজন দুজনকে