ভালবাসার রং

  • 4k
  • 1.5k

রাধা রাণী রাঙালেন কৃষ্ণের রঙে। ভালোবাসার রঙে রাধা রাণী রাঙালেন   আমরা একসাথে না থাকলেও একসাথে জন্মের কথা। রাধা রাণী রাঙালেন বিজয়ের রঙে   বাঁশি সকাল-সন্ধ্যা এক নাম উচ্চারণ করে। গানের রঙে রাধা রাণী রাঙালেন   যুগে যুগে কৃষ্ণের হৃদয়ে রয়ে গেছেন। সীসার রঙে রাধা রাণী রাঙালেন   মনমীত মনমোহন চিত্তচোর সখি রাধা রাণী রাঙালেন মিলনের রঙে 1-5-2023   এ কেমন স্বাধীনতা যে ডানা কেটে দিল। এখন এভাবে বাঁচলে কেমনে বাঁচবে?   সকালে এবং সন্ধ্যায় করা সহজ প্রতি মুহূর্তে দুঃখের বারো চুমুক   আজকের সুখের জন্য পরবর্তী পূর্ববর্তী আমি কিছু না ভেবেই নিয়ে যাব   যেই সামনে আসুক গোপনে মেনে