We are BOYS

  • 3.6k
  • 1.5k

Stage–1তরুণ ক্লাস টুতে সেকেন্ড হয়েছে। ফার্স্ট গার্লের সাথে তার নম্বরের তফাৎ মাত্র দেড়। ‘তরমুজ’ বানান ‘তোরমুজ’ লেখায় হাফ নম্বর আর অঙ্কে 9×9= 80 লিখে দেওয়ায় তার এক নম্বর কেটে নেওয়া হয়। রেজাল্টের দিন তরুণ নিজের নম্বর নিয়ে বেশ খুশি ছিল। কিন্তু তার সেই খুশি বেশিক্ষণ টিকলো না। স্কুল বাস থেকে বাড়িতে নামতেই সে দেখে বাড়ির লোকজন উঠোনে দাঁড়িয়ে তার অপেক্ষা করছে। তার মা এগিয়ে এসে আদর করে তার পিঠ থেকে ব্যাগ নামিয়ে নেয়। মিষ্টি সুরে জিজ্ঞাসা করে,--“ কত পেয়েছো তরুণ? ”--“ একশো আটানব্বই পয়েন্ট পাঁচ। ”সবাই খুশি হয়ে যায়। তরুণের বাবা তরুণকে জিজ্ঞাসা করে,--“ তার মানে তুমি ফার্স্ট হয়েছো এবার,