নৌকা ডুবি - 37

  • 2.4k
  • 1.2k

37 ৩৭ শৈল ম্লান কমলাকে একটুখানি উৎসাহিত করিয়া তুলিবার জন্য কহিল, "আজ তোমাদের বাংলায় যাইবে না।" কমলা কহিল, "না, আর দরকার নাই।" শৈল। তোমার ঘর-সাজানো শেষ হইয়া গেল? কমলা। হাঁ ভাই, শেষ হইয়া গেছে। কিছু ক্ষণ পরে আবার শৈল আসিয়া কহিল, "একটা জিনিস যদি দিই তো কী দিবি বল্‌?" কমলা কহিল, "আমার কী আছে দিদি?" শৈল। একেবারে কিছুই নাই? কমলা। কিছুই না। শৈল কমলার কপোলে করাঘাত করিয়া কহিল, "ইস, তাই তো! যা-কিছু ছিল সমস্ত বুঝি একজনকে সমর্পণ করিয়া দিয়াছিস? এটা কী বল্‌ দেখি।" বলিয়া শৈল অঞ্চলের ভিতর হইতে একটা চিঠি বাহির করিল। লেফাফায় রমেশের হস্তাক্ষর দেখিয়া কমলার মুখ তৎক্ষণাৎ পাংশুবর্ণ