চোখের বালি - 31

  • 3k
  • 1.3k

31 ৩১ আশা ফিরিয়া আসিল। বিনোদিনী তাহার 'পরে খুব অভিমান করিল--"বালি, এতদিন বিদেশে রহিলে, একখানা চিঠি লিখিতে নাই?" আশা কহিল, "তুমিই কোন্‌ লিখিলে ভাই, বালি।" বিনোদিনী। আমি কেন প্রথমে লিখিব। তোমারই তো লিখিবার কথা। আশা বিনোদিনীর গলা জড়াইয়া ধরিয়া নিজের অপরাধ স্বীকার করিয়া লইল। কহিল, "জান তো ভাই, আমি ভালো লিখিতে জানি না। বিশেষ, তোমার মতো পণ্ডিতের কাছে লিখিতে আমার লজ্জা করে।" দেখিতে দেখিতে দুইজনের বিবাদ মিটিয়া গিয়া প্রণয় উদ্‌বেলিত হইয়া উঠিল। বিনোদিনী কহিল, "দিনরাত্রি সঙ্গ দিয়া তোমার স্বামীটির অভ্যাস তুমি একেবারে খারাপ করিয়া দিয়াছ। একটি কেহ কাছে নহিলে থাকিতে পারে না।" আশা। সেইজন্যই তো তোমার উপরে ভার দিয়া গিয়াছিলাম।