স্বামীর অধিকার - 2

  • 16.2k
  • 2
  • 8.7k

রিমি - কি হলো রিমি রিমি করা ছাড়া কি আপনার আর কোন কাজ নেই।আমি - এটা কি দিলে!চা নাকি লবণের শরবত?রিমি - মানে........আমি - চায়ে চিনির বদলে লবণ কেনরিমি দাঁত কেলিয়ে ইসসসসসস.....আমি - যাও আরেক কাপ চা বানিয়ে নিয়ে আসো!রিমি - পারবনা।আমি - কি আমার মুখের উপর কথা আজ তোমাকে আমি........রিমি - হুমমমমম কি করবেন আমাকে বলুন।আমি - কত ভাবিকে দেখলাম স্বামীর জন্য যখন চা বানায় তখন আগে সে খেয়ে দেখে চা'টা তার মনের মত হলো কিনা আর তুমি..........রিমি - আমি তেমন মেয়ে নয় তেমন বউও নয়আর আপনিও আমার সেরকম বর নয়হঠাৎ করে আবার রিমি গরম হয়ে গেলোযা দিয়েছি তাই