হারায়ে খুঁজি

  • 41.4k
  • 14.3k

আমি ওকে প্রথম দেখেছিলাম একটা ব্যাংকে । না, ওখানে কাজ করতো না । একটা কাজে গিয়েছিলো, ব্যাংকের রিসেপশনে বসে অপেক্ষা করছিলো। আমি গিয়েছিলাম আমার কাজে ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করতে। আমি ছিলাম একটি নামি কোম্পানির Sales Executive । ব্যাংকের খুব জরুরি প্রয়োজনীয়, এমন কিছু প্রোডাক্ট আমি বিক্রি করতাম । আমার তখন কত বয়স, এই ২৭ - ২৮ বছর হবে । এমনি কিছু সাধারণ কথা হয়েছিলো মেয়েটির সঙ্গে।