দুপুরবেলা, থানায় ভিড়টা কম এখন। চায়ের কাপ নিয়ে সত্য,দারোগাবাবু আর সোহরাব শাহ অর্থাৎ জসীমউদ্দীন শাহর বড়ভাই বসলেন। "বলুন কীভাবে হেল্প করতে পারি আপনাদের?""আপনার ভাইয়ের ওয়াইফ বলছিলেন এই মৃত্যুটা নাকি হবারই কথা ছিল, কিন্তু কিছু ক্লিয়ার করলেন না। আপনি কি জানেন উনি কেন এমন বলছেন?""হুমম। ছোটবেলায় দেখেছি আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিলনা। চাষাবাদের ওপরেই ডিপেন্ডেন্ট আমরা। আমি আর জসীম স্কুলে কিছুদূর পড়াশোনা করলেও, ছোট কোনোদিন স্কুলমুখো হলোনা,সেই ছোটবেলা থেকেই জমিজমা নিয়ে পড়ে আছে আজ অব্দি। আল্লাহর কৃপায় ওই জমি থেকেই আজ আমাদের কোনো অভাব নেই, বলতে গেলে প্রয়োজনের তুলনায় বেশীই সম্পত্তি হয়েছে।জসীম চাষবাসের ওপরে পুরোপুরি নির্ভর করতে চাইত না।