বউল বাতাস - 1

  • 5.8k
  • 2.4k

বিন্দু থেকে প্রলম্বিত বৃত্তাকার পরিক্রমণএক বুক জলে দাঁড়িয়ে আমার পিতৃতর্পনছোটো ছোটো বৃত্তাকার ঘটনাবহুল সংযোজনজীবনস্রোতে চক্রাকারে বৃত্তের ব্যাপ্তিসাধন।টুকরো টুকরো ইমন ভেঙে ছড়িয়ে যায়এদিক ওদিক সবুজ ধানের আলেসেতারের ঝংকার কল্পিত হয় তবুঅদৃশ্য জলস্তরের প্রতিবিম্ব ছুঁয়ে।ডানাভাঙা পাখি পড়ে আছে বটের কোটরেমাথার কাছে ছেঁড়া পালক,পায়ে ছিন্ন শিকলঘূর্ণিঝড় থেমে গেছে অসীম নিস্তব্ধতা বুকের পাঁজরেঅনাকাঙ্খিত রাহুগ্রাসে ধমনীতে জমাট তরল।সুশীতল পাথরে শুয়ে শবদেহের উষ্ণ আলিঙ্গনসুউচ্চ প্রাচীর উঠে গেছে অজানা ভবিষ্যতের খোঁজেসুনীল বাতায়ন জুড়ে বিশ্বাসঘাতক বর্তমান,সুনিবিড় স্বপ্নগুলো গলিত মাংসের গন্ধে ভরা।সন্তুষ্টির মৃত্যুতে প্রশান্তি আনে দুচোখে ঢাকা তুলসীপাতাভঙ্গুর প্রতিশ্রুতিগুলো জমাট বাঁধে কালো শুকনো ঠোঁটেঅবিনশ্বর নাভিতে ঘন হয়ে আছে হৃৎপিণ্ডের শেষ রক্তফোঁটাআচম্বিত মৃত্যুশোকে সমস্ত রূপকথার অবসান।দৃষ্টিপথ জুড়ে ছিলো অস্তমিত সূর্য্য