বউল বাতাস - 4

  • 3.3k
  • 1.5k

তোমার জন্য লিখবো   লেখার জন্য বাঁচতে হলেআরো কিছুদিন লিখবোবাঁচার জন্য লিখতে হলেআরো কিছুদিন বাঁচবো। হিমেল হাওয়ায় শীতের পরশআরো কিছুদিন আর একটু জোশভালোমানুষের সুচতুর মনআরো কিছুদিন আর একটু রোষজোড়া দিয়ে দিয়ে ভাঙা দিনগুলোঅজনা দু ক্রোশ আরো হাঁটা হলোক্লান্ত সকাল ভিজে ভিজে চোখেভালোলাগা গুলো যেন অগোছালোনিভু নিভু দিন হলো অবসান হিসাব রাখিনি প্রেম পরিমাণ যদি বেঁচে যাই আরো একদিনতোমার জন্য লিখবো।   জলছবি একমুঠো গাঢ় নীল আকাশগড়িয়ে নেমেছে তোমার গলার পাশ থেকেনেমে এসেছে আরো গভীরেযেখানে সঙ্গোপনে বড়ো হচ্ছেএকজোড়া প্রতিশ্রুতি একফালি আঁচল দিয়ে ঢেকে একমুঠো স্বপ্ন সুঠাম সুনিবিড়ঘুম ভেঙে চুঁইয়ে পড়ে মনের চোরা গলিতেঅবচেতন থেকে অচেতনচেতনার আরো অতলেভেদনশীল সম্পর্কের বেড়াজালেদারুণ অসময় ফিরে