ভৌতিক বিয়ে বাড়ি

  • 30.3k
  • 3
  • 11k

বিয়েবাড়ির খাওয়াদাওয়ার পর নিশান ঘড়িটা দেখে বললো, “ইস কলকাতার ট্রেন এখনো দেড় ঘন্টা । কি করবে ততক্ষণ চিত্রা ! উঃ কি গ্রাম-গ্রাম জায়গা । মশাও আছে ।” আমি বললাম, “কী মুশকিল, এটা তো গ্রামই । আগে ভাগে খেয়ে নিলাম, বিয়েটা একটু দেখে যাই বরং ।”নিশান হতাশ ভাবে এদিক ওদিক তাকালো । সত্যিই গণ্ডগ্রাম যাকে বলে । নিশানের অফিসের এক বয়স্ক ভদ্রলোকের ভাইঝির বিয়ে । অসীমবাবু নিশানকে একাধিক সূত্রে বহুদিন ধরে ভালো করে চেনেন, সনির্বন্ধ অনুরোধ করেছিলেন আমাদের আসতে । কলকাতা থেকে ঘন্টা আড়াই মতো, দিনে দুটো ট্রেন । আমরা দুপুরেই পৌঁছেছি । ওঁরা রাত্রে থেকে যেতে বলেছিলেন কিন্তু আমরা আটটার