বউল বাতাস - 6

  • 3.6k
  • 1.5k

শিল্পীঅর্ধেক মুখ আঁকা সামনের ক্যানভাসেবাকি অর্ধেক আমার মনে জট পাকিয়ে আছেতোমার এক চোখে অতল পদ্মপুকুরের চাহনিআর এক চোখের ভাষা এখনও অস্ফুটআকাশের নীল নিয়ে দিয়েছিলাম প্রেক্ষাপটেতারাগুলো হারিয়েছে তোমার বুকের শাড়ীর ভাঁজেঅস্বচ্ছ ঠোঁটে বাঁকা কুহেলিকা হাসিসমস্ত শরীর এলোমেলো শব্দ দিয়ে ঢাকাবসন্তের হা-হুতাশ তবুও আপ্রাণ চেষ্টা করেবীথিকার মর্মর ধ্বনিতে সুর খুঁজে পেতে।সপ্তসুর রঙে মিশে ঘন গাঢ় অন্ধকারকিছুটা থেকে যায় মনে, বাকি শুকায় ব্রাশের মুখেযতই চেষ্টা করি আঁকতে তোমায়বারবার বদলে যাও ক্যানভাসে, মুহূর্তের সাথে।বেঁচে আছি একমনেবেঁচে আছি একমনে ভালোলাগার অনুভূতিতে নিদারুন যন্ত্রনা ভালোবাসার আশা তাও ছাড়ে না পিছু। পরিমিত আসা যাওয়া মাপকাঠিতে কথা বলা বাঁকা পথে হারিয়ে যাবার হাতছানি আশা তাও ছাড়ে না পিছু।