তুমি রবে নীরবে - 2

  • 7.6k
  • 3.5k

শীতের সকালের পরিবেশ এতটাই সুন্দর হয় যে বলার মতোন নয় ।হালকা কুয়াশা ভেদ করে যখন সূর্যের আগমনি ঘটতে দেখা যায় সেটা অত্যন্তই সুন্দর।লাল আভায় ভরে ওঠে চারিদিক ।আর ধীরে ধীরে যখন রোদ্দুর উঠে তার প্রথম কিরণ পৃথিবীর বুকে এসে পরে জেগে ওঠে সমস্ত পাখিদের দল এবং গাছে ফুটতে থাকে হরেক রকম ফুল ।বসাক ম্যানশান....অনুরাগ অনেক রাত অবধি অফিসের কাজ করে সকালের দিকে ঘুমাতে গেছে ।এক কথায় বলতে গেলে একেবারে কাজ পাগল ছেলে তার উপর বদমেজাজি ।তো বেশ ঘুমাচ্ছিল হঠাৎ গানের আওয়াজ পেয়ে বিরক্ত সহকারে উঠে বসে ।আর প্রচন্ড পরিমানে রেগে গিয়ে চিল্লিয়ে ওঠে ।অনুরাগঃ "মম মম এই গানটা বন্ধ করো