বিষাক্ত প্রেমিকের বিষাক্ত প্রেম - 3

  • 9.5k
  • 3.8k

মাহি ভয়ে ভয়ে পিছনে তাকালো সাথেই ওর পিছনে বড় শরীর দেখা যেতে লাগলো। সাথে সাথে খুবই জোরে বিদ্যুৎ চমকে উঠল আর মুখ দেখা গেলো।এটা ভীষণ আকর্ষণীয় একজন পুরুষ ছিলো।পরক্ষণে ওই পুরুষটা ওর হাত ধরে চেপে ওর হাতটাকে ঘুরিয়ে ওর পিছনে করে দিলো আর ওর চুলের মুঠি ধরে রাগের সাথে বলল"কে তুই আর এখানে কিভাবে এলি? কেউ আটকালো না কেনো তোকে!"মাহি ও রেগে গেলো আর ও নিজের হাতটাকে ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু কিছুতেই পারলো না। নিজের হাত ছাড়াতে।হাত না ছাড়াতে পেরে ওর আরো রাগ হলো আর ও সাথে সাথেই এক পা বাড়িয়ে জোরে লাথি মেরে দিলো ওই আকর্ষণীয় পুরস্কার পায়ে।"সাথে সাথে