এক অন্য রকম প্রেমের কাহিনী

  • 9.2k
  • 1
  • 3.1k

আমি সৈকত মুখার্জী। এক পত্রিকার অফিসে চাকরি করি, পরিবার নিয়ে সুখে শান্তিতে সংসার করছিলাম কোনও সমস্যা ছিল না। দিব্যি শান্তিতে ছিলাম। সমস্যা বাধাল দিশা। আমাদের পত্রিকার অফিসে সবে ঢুকেছে। ওর দিকে তাকালেই বুকের মধ্যে কুর কুর করে আমার । ইচ্ছে হয় নানা অছিলায় ওর সঙ্গে কথা বলি, একসঙ্গে চা খাই, রাস্তায় ঘুরে বেড়াই। তার সুযােগও এসে গেল। একদিন অফিসের একটা কাজে দিশাকে ডেকে পাঠালাম। দিশা হাসিমুখে আমার সামনে এসে দাঁড়াল। আমি বললাম, বসুন। দিশা আমার সামনে বসল। জিজ্ঞেস করলাম, চা খাবেন? দিশা বলল, না। কফি হরলিক্স? না।-বলে দিশা হেসে ফেলল।এবার আমি জিজ্ঞেস করলাম, আপনি কি নারী স্বাধীনতায় বিশ্বাসী?দিশা জোর দিয়ে