রাতের অতিথি

  • 5.8k
  • 1
  • 2.1k

খুট করে কিসের যেনো একটা শব্দে ঘুমটা ভেঙে গেলো। আজকাল এই এক রোগ হয়েছে। যত বয়েস বাড়ছে ঘুম পাতলা হচ্ছে। রমা থাকলে তবু ঠিক নাহলে আরো কেমন গা শিরশির করে বারবার ঘুমটা ভেঙ্গে যায়। কিন্তু আওয়াজ টা কিসের হলো। আধো ঘুমন্ত চোখে পরিষ্কার দেখতেও পাচ্ছিনা। বুবাই টুবাই ডাকলো নাকি। শরীর খারাপ হলো কি? নেমে এসেছে ওপরের শোয়ার ঘর থেকে? রমা তো কাল ফিরবে। না কারো সাড়াও তো পাচ্ছিনা। কিরে বুবাই টুবাই ডাকছিস নাকি। দূর মনের ভুল হবে। নাহ শুয়ে পড়ি কাল অনেকগুলো কেস এর শুনানি আছে। আবার খুট খুট ধরমড় করে উঠে বসলাম খাটে। আরে আরে