ভালোবাসা এমনও হয়

  • 7.2k
  • 2.3k

গাড়ীর পেছনের সীটে মা বসেছে তবে একেবারে সীটের মাঝখানে। এটা মা প্রায়ই করে। বেশী গরম লাগলে সে এসি বরাবর বসে। তাতে নাকি এসির পুরো ঠান্ডাটা মার গায়ে লাগে, মার মাথা ঠান্ডা থাকে। এখন মা পেছন থেকে সামনের দুই সীট দুই হাত দিয়ে ধরে দু'সীটের মাঝখানে প্রায় ঝুলে আছে। পুতুনি একবার বলেছিল, ---মা সোজা হয়ে বসো, গাড়ী ব্রেক করলে পড়ে গিয়ে ব্যাথা পাবে।মা ধমকে তাকে চুপ করিয়ে দিয়েছে।অবশ্য ওরা দু'ভাইবোন চুপ করেনি হিহি করে হেসেছে।হাসির জন্য আবার ধমক তবে এবার পুতুনিকে নয় এবার ধমক খেলো ইউভান। ড্রাইভ করতে করতে কেন সে হাসাহাসি করছে ! মা বিরক্ত কন্ঠে বললো,--- একটাও ফকির পাওয়া