পদক্ষেপ

  • 4.3k
  • 1.4k

আজ সকালে উঠেই প্রতিজ্ঞা করেছি একটা গল্প লিখবোই লিখবো। রোজ ভাবি কিন্তু কিছুতেই লেখা হয়ে ওঠে না। স্কুল লাইফে টুকটাক কিছু গল্প কবিতা লেখার শখ ছিল। ওই যেমন হয় আর কি উরু উরু মন। তারপর তো পড়ার চাপে আর বিয়ের পর সংসার নামক সবই সার বস্তুটির চাপে সবই লাটে উঠেছে। সকাল থেকে শুরু হয়ে যায় ম্যারাথন দৌড়। স্কুল অফিস টিফিন রান্না তারপর কাজের লোকেদের পেছনে ছোটো। কিগো আজও ঘরটা সাবান দিয়ে মুছলে না মাসি? বাসন টা একটু ঠিক করে ধুতে পারো না কাল টুবলুর থালায় সাবান ছিল। ব্যাস শুরু হয় যায় গৃহ যুদ্ধ। কিন্তু আর না অনেক হয়েছে এবার শুরু