অভিশপ্ত পুতুল - পর্ব 3

  • 8.1k
  • 3.8k

হঠাৎ গলায় হাত দিয়ে দেখি যে গলায় প্রচন্ড ব্যাথা অনুভব করছি। ভালো ভাবে দেখতে আয়না তে গিয়ে দেখি যে গলায় কালো দাগ পড়ে গেছে ।আমি আরো ভালো ভাবে দেখতে গিয়ে দেখি যে আয়নার ভিতরে আমার ছবির জায়গায় অন্য কারো ছবি দেখাচ্ছে । ছবিটা অস্পষ্ট আর ভয়ানক । আর সে বলছে যে আমি তোকে আমার সাথে না নিয়ে ছাড়বো না । আমি অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলাম না । মনে হচ্ছে কেন যে ওই অভিশপ্ত পুতুল টা কে আনতে গেছিলাম । আমার পুতুল এর কথা মনে পড়তেই পুতুল টা খুঁজতে লাগলাম । কারণ কিছুক্ষন আগেই পুতুল টা