অন্তে মিলায়ে যায়(দুটি গল্প)

  • 5.9k
  • 1.7k

 "১৭৪০ এর দশক, মুর্শিদাবাদের মসনদে তখন আলীবর্দী খাঁ। হিন্দু অধ্যুষিত বাংলা অঞ্চল হলেও,সাম্প্রদায়িক সম্প্রীতির আড়ালে ঢেকে যায় সব ।সুখে দুঃখে কেটে যায় দিন। এক রাতের গল্প, নগরবাসী গভীর ঘুমে মগ্ন, হঠাৎ ই শোনা যায় ঘোড়ার ক্ষুরের শব্দ। কিছু বোঝার আগেই দাউদাউ করে জ্বলে ওঠে ঘর বাড়ি, শুরু হয়ে যায় লুটতরাজ,মেয়ে বউদের সাথে অশ্লীল ব্যবহার, নরহত্যা। বাংলায় বর্গী আক্রমণের সেই শুরু। এরপরে নবাবের যুদ্ধ বর্গীদের সাথে, ভাস্কর পন্ডিতের হত্যা করেও এই আক্রমণ না থামলে শেষে উড়িষ্যা দিয়ে দেওয়া হয় বর্গীদের হাতে।বাঙালির সে ছিল এক ঘুমহীন যুগ, একদিকে খাজনার দুশ্চিন্তা, অন্যদিকে আত্মরক্ষার ভয়, নিদ্রাহীন রাত গুলো এভাবেই কাটতো তাদের।"- এতদূর বলে থামলেন