রূপসী বঙ্গ - ষড় ঋতুরঙ্গ

  • 1k
  • 333

রূপসী বঙ্গ - ষড় ঋতুরঙ্গ   সুজলা সুফলা শস্য-শ্যামলা পরমা রূপসী বঙ্গ, দক্ষিণে সাগরে বহে উচ্ছ্বল তরঙ্গ। তুষার কিরীট মাথে উত্তরে হিমালয়, কলকল নাদে পবিত্র গঙ্গা সাগরের পানে ধায়। ঋতু বদলের সাথে সাথে বঙ্গের রূপ বদলায়, সুনিপুন চিত্রকর যেন চিত্রপটে ছবি এঁকে যায়।   ষড়ঋতু   বাংলা মায়ের রূপে আহা অপূর্ব বাহার, বারো মাসে ষড়ঋতুর বৈচিত্র অপার। বৈশাখ আর জ্যৈষ্ঠ মিলে হয় গ্রীষ্মকাল, সহকার শাখে শোভে অমৃত রসাল। গ্রীষ্ম অন্তে বর্ষাকাল আষাঢ় শ্রাবণ, রিমিঝিমি জলদের ধারা বরিষণ। তারপর শরৎকাল ভাদ্র আর আশ্বিনে, মেতে ওঠে বঙ্গবাসী দুর্গার আবাহনে। হেমন্ত ঋতু হয় কার্তিক অগ্রহায়ণে, কৃষকের আঙ্গিনা ভরে স্বর্ণকান্তি ধানে। হেমন্ত হলে শেষ