পরিযায়ী শ্রমিক

  • 1.4k
  • 423

               পরিযায়ী শ্রমিক                  অশোক ঘোষ   শহর থেকে বহু দূর গ্রামে ভগ্ন পর্ণ কুটিরে, ছোট শিশুসহ দুখিনী  থাকিত সেই ঘরে। স্বামী তাকে ছেড়ে বহুদিন আগে চলে গেছে নিরুদ্দেশে, হতদরিদ্র না জোটে অন্ন দিন কাটে মহা ক্লেশে। কখনো অভুক্ত কভু অর্ধভুক্ত শিশুটির ক্ষীণদেহ, অসহায়া নারীকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কেহ। বাঁচিবার আশে অসহায়া নারী বাহির হইল পথে, বহুদূরে কোন অজানা শহরে শিশুটিকে লʼয়ে সাথে। কখনো রেলে চড়ি, কখনো বাসে কখনো পদব্রজে, নগর প্রান্তে পৌঁছিল যেথা যোগ দিতে হবে কাজে। আকাশচুম্বি বহু ইমারতে নগর গড়িছে সেথা, বিত্তশালী ধনীক