প্রিয়া নিজের বিয়ের ছবি নিয়ে ব্যালকনিতে বসে আছে তাও আবার আনমনে । চোখ থেকে জল পড়ছে অবিরত । এইভাবে যে নিজের চোখের সামনে নিজের স্বামী কে অন্য কারোর হাতে তুলে দিতে হবে ভাবতে পারেনি সে । অবশ্য যদি ভালোবাসার মানুষ টাই যদি তার সাথে থাকতে চায় না ।তার স্বামী রোহন তার নিজের সবচেয়ে কাছের বন্ধু রুশা কে শাস্ত্র মতে বিয়ে করেছে । পাঁচ বছরের ভালোবাসা এবং তিন বছরের সংসার । এই সব ভেবে দীর্ঘশ্বাস ফেলে । নিজের মায়ের প্রতি পূজা ভীষণ কৃতজ্ঞ । যেখানে ডিভোর্সি মেয়েকে বাপের বাড়ি মেনে নেয় না । সেখানে সে প্রায় ভেবে নিয়েছিল যে তার মা