গোপাল আর তার সফলতা

  • 174

গোপাল ছিল একটি ছোট অখ্যাত গ্রামের ছেলে। তাদের ছোট্ট কুঁড়েঘরে মা আর ছোট বোনের সঙ্গে সে থাকত। তার বাবা মারা গেছেন বহু বছর আগে। গোপাল মা গ্রামের একটি  সরকারি স্কুলে রান্নার কাজ করতেন। তাদের টানাটানির সংসার, কিন্তু তিনি ছেলেকে মানুষ করার স্বপ্ন দেখতেন সব সময়। তিনি চাইতেন তার ছেলে মানুষের মত মানুষ হোক। আর অনেক বড় হোক। নিজে প্রতিষ্ঠিত হোক। তার মতো যেনো তাকে দারিদ্রতার মধ্যে না কাটাতে হয় পড়াশোনায় খুব আগ্রহ ছিল। সে খুব ভালো ছাত্র ছিল। সে প্রতিদিন স্কুল শেষে মায়ের রান্নার কাজে সাহায্য করত, তারপর বিকেলে লণ্ঠনের আলোয় সে পড়তে বসত। বন্ধুরা যখন খেলত, গোপাল বইয়ের পাতায় ডুবে