THE TALE OF LOVE - 2

  • 615
  • 204

Catagory-(Romantic+Thriller️ Psycho+Toxic+Crime‍️+Foreign plot+Sad ending) Episode-2সকাল ৮:৩০ টায় রিকার্ডো সহ অন্য বন্ধুরাও আজকে ইরার বাড়িতে এসেছে। চায়নার বেইজিং শহরের সৌন্দর্য অসাধারণ বিশেষ করে চেরি ব্লসময়ের সময়গুলোতে এখানকার গাছে গাছে আকর্ষণীয় চেরি ফুল ফোটে। ইরার বাড়িতে উপস্থিতির উদ্দেশ্য হচ্ছে তার মাকে কংগ্রাচুলেশন্স জানানো। ইরা হচ্ছে বাবা মায়ের একমাত্র আদুরে মেয়ে। একমাত্র মেয়ে হওয়ায় তার আদরের কোনো কমতি নেই। রিকের বন্ধু মহলের সবার পরিবারের সঙ্গেই সবার সুসম্পর্ক রয়েছে। পুরো ভার্সিটি জুড়ে তাদের বন্ধুত্বের কথা ছড়িয়ে ছিটিয়ে আছে।বিশেষত রিকার্ডো আর ইরার সম্পর্কের ক্ষেত্রে। সবাই ভাবে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু আসলে ওদের মধ্যে তেমন সম্পর্ক নয়। ইরা আর রিকার্ডো ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে তাই তাদের