অধ্যায় ১: ভোরের শিবমন্দিরভোরবেলা। গঙ্গার পাড়ে একটি পুরনো শিবমন্দির। ঠান্ডা হাওয়ায় কাঁপছে গাছের পাতারা।সুজন চুপচাপ বসে আছে শিবের চরণে। চোখে জল, মুখে স্তব। পাশে দাঁড়িয়ে তার প্রিয় সঙ্গী—নন্দি।সুজন:“প্রভু, তুমি তো জানো আমি কিছু চাই না। শুধু তোমার ছোঁয়া চাই, শান্তি চাই।মানুষের ভিড়ে আমি কোথাও খুঁজে পাই না নিজেকে...”শিব যেন মৃদু হাসলেন, বাতাসে ঢেউ খেলে গেলো।নন্দি মাথা নিচু করে, যেন নিজেই ঈশ্বরের তরফ থেকে আশীর্বাদ দিয়ে দিলো।অধ্যায় ২: নন্দির নীরব ভাষাসুজন শিবের পায়ে মাথা রেখে একটানা বসে ছিল। তার চোখে জল শুকিয়ে এসেছে, মনটা শান্ত।নন্দি ধীরে ধীরে তার পাশে এসে বসলো। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে যেন হাজার ভাষা।সুজন (চমকে