মুক্তির মঞ্চে

  • 120

আমরা এমন একটা সমাজে বাস করি, যেখানে জন্মসূত্রে লিঙ্গই ঠিক করে দেয় কে কতটা স্বাধীনতা পাবে, কার স্বপ্নের সীমা কতদূর । এই সমাজকে বলা হয় পুরুষশাসিত সমাজ —যেখানে অধিকাংশ সিদ্ধান্ত, অধিকাংশ সুযোগ, এমনকি অধিকাংশ সম্মান পুরুষদের হাতেই কেন্দ্রীভূত। অথচ যে মায়ের গর্ভে আমাদের জন্ম, যার কোলে, সাহচর্যে আমরা বড় হয়ে উঠি, সেই মায়ের যন্ত্রণা, তার অবদানের কথা ক’জনই বা স্মরণ করে?একটি কন্যা সন্তান জন্মের মুহূর্ত থেকেই যেন নিয়মের খাঁচায় বন্দি হয়ে যায়। ছোট্ট দুটি পায়ে পড়িয়ে দেওয়া হয় সমাজের তৈরী করা কঠোর নিয়মের এক অদৃশ্য শিকল।  তার হাসি, তার পোশাক, তার উচ্চারণ, এমনকি তার প্রতিটি নিঃশ্বাস পর্যন্ত বিচার করে এই