অদৃশ্য টানের গল্প।

(403)
  • 3k
  • 1.1k

অধ্যায় ১: প্রথম দেখাঢাকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির দিন ছিল। নতুন মুখ, নতুন পরিবেশ, আর নতুন আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখল রুদ্র। লম্বা গড়ন, চশমা পরা, শান্ত স্বভাবের এই ছেলেটির নিজের একটা আলাদা ক্যারিশমা ছিল।প্রথম দিন ক্লাসে ঢুকেই যে দৃশ্য তার চোখে পড়ল, সেটাই ভবিষ্যতের গল্পের সূচনা হয়ে গেল।ছাত্রীদের ভিড়ে একজোড়া চোখ রুদ্রকে আকৃষ্ট করল—সেই চোখের মালিক মেঘলা। বুদ্ধিদীপ্ত চাহনি, মিষ্টি হাসি, আর আত্মবিশ্বাসে ভরপুর আচরণ তাকে সকলের থেকে আলাদা করে তুলেছিল।মেঘলা তখন তন্ময়ের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল। তন্ময়—রুদ্রের স্কুল জীবন থেকে বন্ধু, একই কলেজে পড়েছে, এবং এখন একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। মেঘলা তন্ময়ের পরিচিত, স্কুল জীবনে তারা