THE TALE OF LOVE - 8

  • 2k
  • 777

Catagory-(Romantic+Thriller ️+Psycho+Toxic+Crime‍️+Foreign plot+Sad ending)Episode-8রাত ১:৪৭ বেলার সাথে রাগ করে চলে যাওয়ার পর রিক এখনো বাড়িতে আসেনি। এদিকে আজকেও বেলা অন্যান্য দিনের মতো তার জন্য অপেক্ষা করছে কিন্তু রিকের ফেরার কোনো নাম নেই। রাত যত গভীর হচ্ছে বেলার টেনশন ততো বেড়ে যাচ্ছে কারণ আজকে সকালের ঘটনার জন্য বেলা নিজেকেই দায়ী করছে। হঠাৎ করে কলিং বেলের শব্দে বেলা তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। দরজা খোলার পর দেখে রিক নেশায় বুদ হয়ে ঢুলতে ঢুলতে ঘরে প্রবেশ করছে। অতিরিক্ত নেশা করার কারণে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। ধীরে ধীরে রিক বেলার দিকে তাকিয়ে বলে, "বার্বি ডল এখনো জেগে আছো? ইউ নো না আমি কোনো অনিয়ম পছন্দ