কলকাতার এক পুরোনো বিশ্ববিদ্যালয়ের চত্বরে প্রথম দেখা হয়েছিল অরিত্র আর তিয়াসার। দুজনেই ইংরেজি সাহিত্যের ছাত্র, কিন্তু প্রথম দেখাতেই যেন একটা অদৃশ্য প্রাচীর তৈরি হয়েছিল দুজনের মাঝে। অরিত্র ছিল মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছেলে, স্বপ্ন দেখতো বড় লেখক হওয়ার। গিটার বাজাতো আর সারাক্ষণ বইয়ের পাতায় মুখ গুঁজে থাকতো। অন্যদিকে, তিয়াসা ছিল ধনী পরিবারের মেয়ে, যার জীবনে সবকিছু সহজে এলেও ভালোবাসার অনুভবটা অধরাই ছিল। সে ছিল সংবেদনশীল আর অন্তর্মুখী।প্রথমদিকে তাদের সম্পর্কটা ছিল অনেকটা উত্তর-দক্ষিণের মতো। ক্লাসের বিতর্কে একে অপরের বিরোধিতা করতো, সাহিত্যের ব্যাখ্যায় মতের অমিল লেগেই থাকত। অরিত্রর চোখে তিয়াসা ছিল জেদি আর উদ্ধত, আর তিয়াসার কাছে অরিত্র ছিল অতিরিক্ত আত্মবিশ্বাসী। কিন্তু অদ্ভুতভাবে,