মৃত্যুর পরেও ভালোবাসাকে খোঁজে !!

  • 252
  • 78

আজ যে ঘটনাটা আমি আপনাদের বলবো, সেটা আমার মাসির কাছ থেকে শোনা । মাসির সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক অভিজ্ঞতার কথা।   আমি যে সময়ের কথা বলছি তা অনেক আগেকার কথা। মাসি তখন একটা ছোট্ট বেসরকারি প্রাইমারী স্কুলের শিক্ষিকা ছিলেন, সেই স্কুলের মাইনে বেশি ছিলো না, তাই মাসি কে প্রাইভেট পড়াতে হতো। মাসি আর মামা এক সাথে একটা ভাড়া বাড়িতে থাকতো। মামা আর মাসি দুজনে বিয়ে করেনি। মামা ও টিউশন পড়াতো। এইভাবে তারা জীবিকা নির্বাহ করতো।   মাসি স্কুল থেকে এসে বিশ্রাম নিয়ে বিকালের দিকে রোজ পড়াতে যেতো ছাত্র ছাত্রীদের বাড়িতে। মাসি যে সময়ের কথা আমায় বলেছে সেটা ছিল