রাত আটটা। বাইরে জোর বৃষ্টি হচ্ছে। জানালার পাশে দাঁড়িয়ে এক মনে বৃষ্টির দিকে তাকিয়ে আছে রিতা।বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে হারিয়ে গেল অতীতে, আজ থেকে আঠারো বছর আগে এরকমই এক ঝড় জলের রাতে দুই পরিবারের সম্মতিতে অগ্নি সাক্ষি রেখে সিঁথি তে সিঁদুর দিয়ে ওকে আপন করে নিয়েছিল নিলয়। কথা দিয়েছিল জীবনের সব পরিস্তিতি তে পাশে থাকবে। কথা টা মনে হতেই একটা তাচ্ছিল্যের হাসি হাসল সে। না কথার খেলাপ করেনি নিলয়। দেড় বছর নিলয় একটুও বদলায় নি। সারা সপ্তাহ অফিস, সপ্তাহে একদিন লং ড্রাইভ, সিনেমা দেখা, মাঝে মাঝে শপিং... সবই চলছিল ঠিক ঠাক। সমস্যা হয় বা বলা ভালো নিলয় এর আসল