secretary: কিরে তোদের দুর্গাপূজার চাঁদা তোলা কতদূর?Kelo: এইতো প্রায় সব বাড়ি হয়ে গেছে শুধু ওই কিপটে কাকুর বাড়িটা বাকি রয়েছে| আর সেটাই সবচেয়ে চাপের ব্যাপার কি করব বুঝতে পারছি না তুমি কিছু বলো তো দাদাSecretary: আমি আর কি বলবো বল তো? ওই যে হাড়কিপটে লোক ওর থেকে কিভাবে আদায় করবি আমারও তো মাথায় কিছু আসছে না তোরাই কিছু একটাy বের করBhelo: কিগো এই হারকিপটে লোকটা? Kelo: এ এ তো হচ্ছে আমাদের এখানে সবচেয়ে ধনী লোকBhelo: ও ধনী লোক তাহলে আর এমন কি ব্যাপার একটা অনেক টাকারই চাঁদা দেবে আমাদের অনেক সুবিধা হবে তাহলে। এতে এত ভাবার কি আছে? আচ্ছা ওনার নামটা